খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) প্রতিনিধি :: বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আকস্মিক অভিযান পরিচালনা করেছে।
বুধবার( ২৭আগস্ট )সকালে দুদকের হটলাইন ১০৬-এ প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ এর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম সদর উপজেলা কৃষি অফিস ও খাগড়াছড়ি জেলা পরিষদে অভিযান চালায়।
দুদক সূত্রে জানা যায়, কৃষি বীজ বিতরণে অনিয়ম, কর্মশালার অর্থ আত্মসাৎ,কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে গড়মিলের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আহমেদ ফরহাদ সাংবাদিকদের জানান— “আমরা বিভিন্ন দিক যাচাই-বাছাই করেছি। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।”
দুদক কর্মকর্তারা আরও জানান, অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost