খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ( সুবর্ণ জয়ন্তী ) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
শনিবার দুপুরে জোন সদরে আয়োজিত প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি,সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী উৎসবকে ঘিরে পুরো জোন এলাকায় ছিল সাজ সাজ রব।
অনুষ্ঠানে অতিথিরা একে একে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কামাল শামসুদ্দিন রানা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে সুবর্ণ জয়ন্তীর কেক কাটেন এবং প্রীতিভোজে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মিজানুর রহমান,খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার,পুলিশ সুপার আরেফিন জুয়েল, মানিকছড়ির রাজা কুমার সুইচিং প্রু সাইন,সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
জোন কর্তৃপক্ষ জানান,২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি প্রতিষ্ঠার পর থেকে পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সুবর্ণ জয়ন্তীর এই বিশেষ দিনটি তাই শুধু বাহিনীর নয়, এলাকার মানুষেরও আনন্দের দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost