
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি:: “হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক; শীতের প্রতিটি রাতে, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে”—এই মানবিক স্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি ( পুনাক )।
রবিবার ( ২৮ ডিসেম্বর ) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুনাক জেলা শাখার উদ্যোগে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক জেলা শাখার সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী, যিনি শিশুদের হাতে সরাসরি কম্বল বিতরণ করেন।
তিনি বলেন,”তীব্র শৈত্যপ্রবাহে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পুনাক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।” সাথেই তিনি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এই শীতল আবহাওয়ায় অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উক্ত মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুনাক পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইন সহ অন্যান্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং পুলিশ সদস্যগণ।
পুনাকের এই উদ্যোগ শীতার্ত শিশুদের মুখে হাসি ফোটাতে,তাদের হৃদয়ে উষ্ণতা পৌঁছে দিতে এবং সমাজে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।