যশোর আজ শুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

খাগড়াছড়িতে শিল্প ও বস্ত্র মেলা পরিদর্শন করলেন রিজিয়ন কমান্ডার

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ৩১, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
খাগড়াছড়িতে শিল্প ও বস্ত্র মেলা পরিদর্শন করলেন রিজিয়ন কমান্ডার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি ::দখাগড়াছড়িতে শিল্প ও বস্ত্র মেলায় পরিদর্শনে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।

শুক্রবার ( ৩১ জানুয়ারি )সকালে নারিকেল বাগান রোড অবসর ভবন মাঠে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি’র সৌজন্যে আয়োজিত মাসব্যাপী মেলায় পরিদর্শনে যান রিজিয়ন কমান্ডার।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী মিসেস ফারজানা আক্তার চৌধুরী, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস ) খাগড়াছড়ির জেলা কমিটির সভাপতি রেকনা খীসা বলেন, আমাদের এই আয়োজন আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত আমাদের মাসব্যাপী শিল্প ও বস্ত্র মেলা চলমান থাকবে, এখানে মোট ৪০ টি স্টল আছে, পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য বিশেষ আয়োজন রাখা হয়েছে।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি রোকেয়া নাসরিন বলেন, আমরা নারীদের উন্নয়ন সবসময়ই কাজ করে যাচ্ছি, আর খাগড়াছড়িবাসীর বিনোদনের জন্য যথেষ্ট আয়োজন রাখার চেষ্টা করেছি, আপনারা সপরিবারে আসার আমন্ত্রণ রইলো।

 

সর্বশেষ - সারাদেশ