
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র বিক্রির সময় মোঃ আইয়ুব (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) রাতে খাগড়াছড়ি–দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিুা উপজেলার খন্দকারপাড়া এলাকার ইশহাকের ছেলে
গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সেনাবাহিনীর ( ত্রিশ বীর )সদর জোন ও পুলিশের একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সময় মোঃআইয়ুবকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে খাগড়াছড়ি জোন সদরে নিয়ে আসা হয়।
অভিযানকালে আটককৃত আসামির কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন,দুই রাউন্ড গুলি এবং নগদ ৪ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, মো. আইয়ুব একজন চিহ্নিত অস্ত্র কারবারি। এর আগেও তিনি অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ চট্টগ্রাম র্যাব-৭ এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে র্যাব-৭ তাকে অস্ত্রসহ আটক করে।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: কায় কিসলু জানান, “সন্ধ্যার দিকে কৃষি গবেষণা এলাকা থেকে সেনাবাহিনী ও খাগড়াছড়ি সদর থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ মো: আইয়ুব নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”