খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি ::দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকেরা শুরু করেছেন “পদোন্নতি না হলে কর্মবিরতি” কর্মসূচি। রোববার( ১৬ নভেম্বর )সকাল থেকে খাগড়াছড়ি সরকারি কলেজ ও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষকেরা একযোগে ক্লাস গ্রহণ থেকে বিরত থেকে অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে দুই কলেজেই স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।
প্রভাষকদের অভিযোগ,যোগ্যতা, চাকরির সময়কাল ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির দাবি বহু বছর ধরে জানানো হলেও এখনো পর্যন্ত ভূমিতপেক্ষ ( ভূতাপেক্ষ ) জিও জারি হয়নি। ফলে বারবার তারা পদোন্নতির তালিকা থেকে বাদ পড়ে বঞ্চিত হচ্ছেন। তাদের মতে, এই অযৌক্তিক অপেক্ষা শুধু মানসিক চাপই তৈরি করছে না—পেশাগত মর্যাদা, আত্মবিশ্বাস ও কর্মউদ্দীপনাও ক্ষীণ হয়ে পড়ছে।
একজন প্রভাষক বলেন,“দীর্ঘদিন ধরে একই পদে থেকে আমরা বয়স ও সময় দুটোই হারাচ্ছি, কিন্তু ন্যায্য পদোন্নতি পাচ্ছি না। দেশের শিক্ষা ব্যবস্থার মান ধরে রাখতে শিক্ষকদের মূল্যায়ন জরুরি। অথচ সবচেয়ে উপেক্ষিত আমরা শিক্ষকরাই।”শিক্ষকদের ঘোষণা-জিও জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই
খাগড়াছড়ি সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আব্দুল হানিফ, রসায়ন বিভাগের প্রভাষক মোঃ তারেক আজিজ এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক সঞ্চয় ত্রিপুরাসহ দুই কলেজের অসংখ্য শিক্ষক অংশ নেন।
এ অবস্থানে সংহতি জানান খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সরাফত হোসেন এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। তারা বলেন,শিক্ষকেরা পেশাগতভাবে অবমূল্যায়িত হলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এবং এর নেতিবাচক প্রভাব সরাসরি পড়ে শিক্ষার্থীদের ওপর।
কর্মবিরতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। ক্লাস না হওয়ায় তারা এক ধরনের অস্থিরতার মধ্যে পড়েছেন। বিশেষ করে পরীক্ষার সময় ঘনিয়ে আসায় তাদের অসন্তোষ ও উদ্বেগ বাড়ছে।
খাগড়াছড়ি সদর ছাড়াও জেলার অন্যান্য কলেজেও একইভাবে ক্লাস কার্যক্রম ব্যাহত হয়েছে। কোথাও আংশিক ক্লাস হলেও অধিকাংশ স্থানে শিক্ষকরা নিয়মিত পাঠদান বন্ধ রেখেছেন। এতে বেশিরভাগ শিক্ষার্থীকে অলস সময় কাটাতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost