খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: পার্বত্য খাগড়াছড়ির সীমান্তঘেঁষা উপজেলা পানছড়িতে বিদ্যুৎ সরবরাহ ও বিল সংক্রান্ত অনিয়মকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যুৎ গ্রাহকদের ব্যাপক অসন্তোষ থেকে পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগ করেন-মিটার রিডিংয়ের তুলনায় অতিরিক্ত বিল,অবৈধ সংযোগ,নতুন সংযোগে অতিরিক্ত টাকা আদায়,এবং কর্মকর্তাদের দুর্নীতি দীর্ঘদিন ধরেই চলছে।
অফিসে দায়িত্বপ্রাপ্ত সহকারী আবাসিক প্রকৌশলী মীর চঞ্চল আলীকে ঘেরাও করে টেনে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।এসময় পুলিশ বাধা দেয়। পরে সেনাবাহিনীর টিমহ স্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সেনা সাব-জোন কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ এসে গ্রাহকদের অভিযোগ শোনেন এবং লিখিত অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।
পানছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতায় প্রায় ১৫ হাজার গ্রাহক রয়েছেন।এর মধ্যে সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র শিল্প,ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ব্যবহারকারী অন্তর্ভুক্ত।
পানছড়ি সদর ছাড়াও জগত মোহনপাড়া, দুধুকছড়া,লোগাং,তারাবন,চেঙ্গী,দমদম অক্ষয়পাড়া,লতিবান,পাইয়ংপাড়া, মরাটিলা, যামিনী পাড়া, তাইন্দং,তানৈক্যপাড়া, নোয়াপাড়া প্রভৃতি এলাকায় গ্রাহকরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় গ্রাহক সন্তোষ চাকমা, আব্দুল আলী, আব্দুল খালেক, জহর লাল চাকমা ও চিজি মনি ত্রিপুরা বলেন,“বিদ্যুতের বিল সংক্রান্ত অনিয়ম দীর্ঘদিন ধরেই চলছে। একাধিকবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন হলেও কোনো সমাধান হয়নি। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনে নামতে হবে।”
গত ২০ জুলাই ২০২৫ তারিখেও একই অভিযোগে বিক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিস ঘেরাও করেছিলেন। তখন থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost