স ম জিয়াউর রহমান ::গরবো মোরা সমাজসেবা, ঘরে ঘরে পৌঁছাব মানব সেবা—স্লোগানে নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্য - উদ্দেশ্য নিয়ে চট্রগ্রামের স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন 'অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন' এর পক্ষ থেকে দুরারোগ্য স্তন ক্যান্সারে আক্রান্ত শাহনাজ আক্তার নামে এক অসহায় বিধবাকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনটি তাকে গত বছরের মার্চ থেকে চলতি বছরের নভেম্বর মাসসহ সর্বশেষ পাঁচ ধাপে মোট এক লক্ষ ৭ হাজার ১৮৯ টাকা নগদ অর্থ প্রদান করেন। মঙ্গলবার( ৪ নভেম্বর )সোমবার বিকাল চারটায় নগরের ডবলমুড়িং থানাধীন বাসায় গিয়ে সংগঠনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির নেতৃত্বে রোগীর হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন।
চট্টগ্রাম নগরের এই অসহায় রোগীকে আর্থিক অনুদান দেওয়ার সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন মোল্লা,চট্টগ্রাম ইউনিট লিডার মোহাম্মদ ফোরকান আলী,ফেনী জেলা সমন্বয়ক কাউছার শরীফ নয়ন,উপদেষ্টা মনিরা আক্তার রুনা, উপদেষ্টা খুরশীদা খানম, শিক্ষক তাওহিদুল ইসলাম গালিব, সংগঠনের শিক্ষিকা রাফিয়া সুলতানা মিথি, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা পিংকি,সংগঠনের শিক্ষা সম্পাদক তাসলিমা আক্তার প্রিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর স্বামী হারা শাহনাজের স্তন ক্যান্সার ধরা পড়ে। এই দুরারোগ্য ব্যাধির বিষয়টি চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন জানতে পারলে তার পাশে এসে দাঁড়ায়।পরবর্তীতে গত বছর থেকে ধারাবাহিক ভাবে চলতি বছর পর্যন্ত মোট পাঁচ ধাপে তার আরোগ্যলাভে এই অর্থগুলো সহায়তা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost