রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরমান গাজী (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় রাজু হোসেন (১২) নামের আরেক শিশু মারাত্মক আহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের ঋষিপাড়া মোড় নামকস্থানে কলাগাছি টু ভেরচী সড়কে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সারুটিয়া গ্রামের জিয়াউর রহমান গাজীর ছেলে আরমান গাজী (১৩) তার পিতার মোটরচালিত ভ্যান নিয়ে কলাগাছি গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাজু হোসেন( ১২) কে সাথে নিয়ে বুড়ুলী গ্রামে তার চাচার বাড়িতে যাওয়ার প্রতিমধ্যে কলাগাছি টু ভেরচী সড়কের সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামে ঋষিপাড়া মোড় নামকস্থানে পৌঁছাইলে একটি অজ্ঞাতনামা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
মুখোমুখি সংঘর্ষে আরমান গাজী ও রাজু হোসেন ভ্যানের নিচে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। ওইসময় পথচারী ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে আরমান গাজীকে মৃত বলে ঘোষণা করেন।
রাজু হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন,সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost