রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের শ্যামল কুমার ভঞ্জের কন্য অনুশিখা ভঞ্জ (১৭) দুরারগ্য ( Acture Intermittent porphyria ) ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে সে ভারতের হয়দারাবাদে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তাকে বাঁচাতে প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন। তাঁর চিকিৎসা করতে ইতিমধ্যে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। যে কারণে অনুশিখা ভঞ্জের পরিবার সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষের নিকট সাহায্যের আকুতি জানিয়েছেন।
যে কোনো আর্থিক সাহায্য রোগীর বড় ভাইয়ের বিকাশ নম্বরে ০১৯৭৯২১৫৯৭৫ পাঠানোর জন্য অনুরোধ করা হল।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost