
বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার ( ৭ অক্টোবর ) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের পাহাড়পুরের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। তবে তা রাত ১১টায় জানাজানি হয়।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন গণমাধ্যম কর্মীদের গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনেন। পরে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার ধনপুর তেতুইয়ামুড়া সীমান্তে এক বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ওই যুবকের নাম কামাল হোসেন। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরমুড়া এলাকার ইদু মিয়ার ছেলে।
জানা গেছে, এই ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। পরে বিএসএফ ওই যুবকের লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন,এ ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তবে আমরা এখনও বলতে পারছি না ওই যুবক কেন বা কীভাবে সেখানে গেল। আগামীকাল ১২টায় ময়নাতদন্ত শেষে তার লাশ ফেরত দেওয়া হবে বলে জেনেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost