এম কামরুজ্জামান (সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের শাপলা কিশোরী সংগঠনের উদ্যোগে শনিবার ( ২৩ আগষ্ট ) সকাল ১০.৩০ টায় বারসিকের সহায়তায় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় করনীয় বিষয় কিশোরীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মতবিনিময় সভায় শাপলা কিশোরী সংগঠনের সাধারন সম্পাদক অনন্যা মন্ডলের সভাপতিত্বে শাপলা কিশোরী দলের সদস্যরা এবং বারসিক কর্মকর্তা চম্পা মল্লিক, বিশ্বজিৎ মন্ডল, গোলাপ কৃষি নারী সংগঠনের সভাপতি লতা রানী অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় প্লাস্টিক দুষণের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, পরিবেশগত ও স্বাস্থ্য ঝুঁকি, প্লাস্টিক কিভাবে মাটি, পানি ও বায়ু দুষন করছে, অব্যবহৃত প্লাস্টিক সংগ্রহ, সংরক্ষণ এবং পুনঃব্যবহার ইত্যাদি বিষয়ে পারস্পারিক মতবিনিময় করেন।কিশোরী কন্যা ক্রিস্টনা, বৃষ্টি ও মিতারা বলে যে, ‘আমরা প্রায় বাড়িতে প্লাস্টিক পন্য ব্যবহার করছি। কিন্তু প্লাস্টিকের ক্ষতিকর বিষয় নিয়ে কোন চিন্তা করিনা এটা নিয়ে সর্তি ভাবার আছে।
প্লাস্টিক আমাদের শরীর ও স্বাস্থ্য সহ আমাদের পরিবেশের জন্য খুবি ক্ষতিকর প্রভাব ফেলছে। আমরা আর আনাচে কানাচে যেকোন যায়গায় প্লাস্টিক ফেলবো না অন্যদের ফেলতে দেবো না। এখন বর্ষাকাল বলে তেমন একটা বোঝা যাচ্ছে না ুিকন্তু গরমের সময় যখন এলাকাতে পানির সমস্যা দেখা দেয় খাল বিল ও পুকুর শুকিয়ে যায়।
তখন আমাদের এলাকার মানুষেরা অবাদে আমাদের খালে প্লাস্টিক সহ নানান ধরনের বজ্র্যু খালে ফেলে পরিবেশ দুষিত করে।
অংশগ্রহনকারী অন্য কিশোরীরা জানায় যে, ‘ইতিপূর্বে আমরা কিছু বাড়িতে দেখেছি যে প্লাস্টিকের অব্যবহৃত পন্য সেগুলো নষ্ট না করে পুনঃব্যবহার হচ্ছে সেখানে বিভিন্ন ফসল চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। এখান থেকে কয়েক মাস আগে আমাদের গ্রামে বারসিক সহায়তায় পূর্নিমা রানীর বাড়ি পরিদর্শন করি সেখানে অব্যবহৃত প্লাস্টিকের পলিথিন, বালতি, ওয়ান টাইম গ্লাস, বোতল, গামলা এবং টিন ও বস্তার মধ্যে বিভিন্ন ফসল চাষ দেখেছি।
এটির ব্যবহার আমরা আমাদের পরিবার পর্যায়ে শুরু করেছি। তারা আরো জানায় যে, ‘এছাড়াও পরিবেশের বিকল্প কি হতে পারে যেমন কাপড়ের ব্যাগ, পাটের ব্যাগ, উলের ব্যাগ, অনুষ্টান গুলোতে প্লাস্টিকের প্লেটের পরিবের্ত স্টিলের প্লেট ও কলার পাতার ব্যবহার এগুলো করা যেতে পারে।
তা ছাড়া সরকারী ভাবে আইন প্রনয়ন এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের পরিবার, স্কুলে এবং প্রতিবেশীদেও সচেতন করবো ।
আমরা সকলে মিলে পরিবেশ ভালো রাখার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।সবশেষে অংশগ্রহনকারীদের মাঝে ১টি করে কদবেলের চারা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost