স্টাফ রিপোর্টার :: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের এলএসডিসহ কুদ্দুস আলী নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যরা। আটক কুদ্দুস আলী কাকডাঙ্গা গ্রামের তাছের আলীর ছেলে।
মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক জানান,ভারত থেকে বাংলাদেশে মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। এসময় বাইসাইকেলে আসা কুদ্দুস আলী নামের এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।
তল্লাশিকালে কুদ্দুস আলীর জাম্পারের পকেট থেকে ৩টি বোতলে এলএসডি মাদক ও ২ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ২ কোটি টাকা।
আটক কুদ্দুসকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে আরো জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost