করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে একজন মারা গেছেন।এ সময় রোগী শনাক্ত হয়েছেন ১০৯ জন।এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৬৬ জনের। শনাক্ত ২০ লাখ ৪৩ হাজার ৮৮১ জন।
বৃহস্পতিবার প্রতি ১০০ নমুনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ১০ হাজার ৭১৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৫০৪টি। অ্যান্টিজেন টেস্টসহ ২ হাজার ৫০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯। এক দশমিক ৪৪ শতাংশ মৃত্যুর হার।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত ব্যক্তি পুরুষ। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি ময়মনসিংহে অবস্থান করছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost