
যশোর প্রতিনিধি :: এডওয়ার্ড সাঈদের লেখা ‘ওরিয়েন্টালিজম’ বইয়ের ওপর যশোরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৫টায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’র ৩য় তলায় এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
‘ওরিয়েন্টালিজম’ বইয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন।
আলোচনা সভায় কবি ও প্রাবন্ধিক ফয়েজ আলম মুখ্য আলোচকের বক্তব্যে বলেছেন, আমাদের ইতিহাস আমরাই লিখবো। পাশ্চাত্যের চোখে নিজেকে দেখবো না আমরা। নজরুলকে আমরা প্রাচ্যের শেলী বলবো না। নজরুলকে বলবো আমাদের নজরুল।
এ সময় তিনি আরো বলেন,ওরিয়েন্টলিজম বইয়ে সাঈদ আমাদের শেখান কীভাবে চিন্তা করতে হবে। বইটিতে সাঈদ দেখিয়েছেন কীভাবে আমাদের ইতিহাসকে আমরা পাশ্চাত্যের চোখে দেখি। সাঈদের এই বইটি আমাদের সামনে উন্মোচন করেছে দর্শনের এক নতুন দিগন্ত। এবং এই বইটি প্রকাশের পরেই সারা পৃথিবীতে নতুন করে প্রাচ্যবাদ নামে নতুন একটি দর্শনের উদ্ভব হয়েছে।
যশোর পাবলিক লাইব্রেরির সম্পাদক এস নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যশোর পাবলিক লাইব্রেরির সহকারী সম্পাদক ছড়াকার মুস্তাফিজুর রহমান মুস্তাক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি খলিল মজিদ ও কবি রাজু আহাম্মেদ মামুন। আলোচনা সভা সঞ্চালনা করেন দৈনিক রানারের সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost