জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী ) জেলা প্রতিনিধি:: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি )প্রধান প্রকৌশলী হয়েছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন।
রবিবার ( ৩১ আগস্ট ) স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে প্রধান প্রকৌশলী ( রুটিন দায়িত্ব ) হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোঃ আনোয়ার হোসেন প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ১৯৯০ সালে পিএসসির মাধ্যমে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।
মোঃ আনোয়ার হোসেন মাঠ পর্যায়ে উপজেলাপ্রকৌশলী,নির্বাহী প্রকৌশলী ও সদর দপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিয়োগ পান এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি সদর দপ্তরে দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিএলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে জেষ্ঠ্যতম।তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েট )থেকে ১৯৮৮ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ২০১১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট ) থেকে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ইন ওয়াটার রিসোর্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি দেশ বিদেশে প্রকল্প ব্যবস্থাপনা,গভর্ন্যান্স ও জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost