ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি তাদের কন্টাক্ট সেন্টারে ‘ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে পুরুষ, নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর, ২০২৩।
যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৬ মাসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। তবে ফ্রেশ গ্র্যাজুয়েটরাও এ পদে আবেদন করতে পারবেন। ইংরেজি এবং বাংলায় চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অনলাইন সফটওয়্যার মডিউল এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কাজ করার মতো পর্যাপ্ত কম্পিউটার দক্ষতা থাকতে হবে। যে কোনো ওয়ার্কিং-শিফটে কাজ করতে ইচ্ছুক হতে হবে।
বেতন: ২৮,০০০ টাকা। এছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা ও ভাতা প্রদান করা হবে। ১ বছর কাজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ব্যাংকের স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://ebl.bdjobs.com ওয়েবপেজের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর, ২০২৩।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost