এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ এবং সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদে শ্যামনগরে জামায়াতের সংবাদ সম্মেলন হয়েছে।
রবিবার( ৩রা আগস্ট )সকাল ১০ টায় ৩০ মিনিটে শ্যামনগর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান,সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা , সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম,সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ সাইদী হাসান বুলবুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন,আসন পুনর্বিন্যাসের নামে শ্যামনগরবাসীর সঙ্গে চরম অবিচার করা হয়েছে।দেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর ও আশাশুনিকে একত্রিত করে একটি আসনে পরিণত করায় উভয় উপজেলার মানষের দুর্ভোগ ফেলার চক্রান্ত করা হয়েছে।
এই দুই উপজেলা বহু দ্বীপ ও দুর্যোগপ্রবণ অঞ্চল নিয়ে গঠিত। যেখানে মানুষের নিত্যদিনের জীবন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়।
এমতাবস্থায় এই দুই ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও দুর্যোগপীড়িত উপজেলাকে এক আসনে অন্তর্ভুক্ত করা অযৌক্তিক ও জন বিরোধী সিদ্ধান্ত।
সাতক্ষীরা জেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যমে শ্যামনগরের বা আশাশুনির লোক জন একে অপরের উপজেলায় যেতে হয় না। বরং কালিগঞ্জ উপজেলার প্রধান সড়ক দিয়ে যেতে হয়।
ইতিপূর্বে শ্যামনগরের পৃথক আসন ছিল এবং পরবর্তীতে শ্যামনগরের ১২ টি ইউনিয়ন কালিগঞ্জের ৮টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৪ আসন গঠিত হয়।
আমরা নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাই,পূর্বের মতো শ্যামনগরকে একটি একক আসন হিসেবে পুনর্বহাল করা হোক। অন্যথায় শ্যামনগর ও কালিগঞ্জকে একত্র করে আলাদা একটি আসন গঠন করা হোক। জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গেজেট অবিলম্বে বাতিল করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost