রনি হোসেন :: কেশবপুরে শনিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে যুগাচার্য্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী পালন করা হয়েছে।
এ উপলক্ষে কেশবপুর পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ধর্মীয় আলোচনা সভা, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
পূজা উদযাপন পরিষদের আয়োজিত আলোচনা সভা ও শোভাযাত্রার অগ্রভাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। অন্যদিকে, পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা ও শোভাযাত্রায় অগ্রভাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা বাদ্যযন্ত্রসহ মিছিল নিয়ে এসে যোগ দেন। তাদের সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করে ধর্মীয় এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost