স্টাফ রিপোর্টার :: এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। আমি ডুমুরিয়া ফুলতলার মানুষের জন্য যে কাজ করেছি সেটা উপরওয়লা ও আপনারা জানেন। চলে গেলে এ অঞ্চলের অবস্থা বুঝতে পারবেন। অনেকেই অনেক চমক দিচ্ছে।
অস্ত্রের ভাষায়ও কথা বলছে। আমরা অস্ত্র বুঝিনা অস্ত্র চিনিনা। আমাদের অস্ত্র হচ্ছে কলম। মানুষকে ভালবাসি এলাকাকে ভালবাসি। হিন্দু কি,মুসলমান কি সেটি বুঝিনা। হিন্দু মুসলিম ভাই ভাই। সেই চিন্তা নিয়েই আজীবন চলেছি।
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। তার নেতৃত্বে কাজ করেছি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখহাসিনার নেতৃত্বের সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়েছি। আপনারাই আমাদের শক্তি। আপনারাই শেখ হাসিনা সরকারের প্রান।
শেখ আবু হাসানের সভাপতিত্বে ও মাষ্টার নিছার আলীর পরিচালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ রবীন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জামালখান, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখআবিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু সাঈদ সরদার সৈয়দ, সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার।
ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ,ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যন শারমীনা পারভীন রুমা, মোল্যা সোহেল রানা, শীলা রানী মন্ডল, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুরঞ্জন ঘোষ, আরশাফ শেখ, ওয়াদুদ শেখ, তাসলিম হুসাইন তাজ, জামান শেখ, সম রোকুজ্জামান, কামরুল ইসলাম মোড়ল, রফিকুল ইসলাম, আঃহালিম, লিটন, মোজাহার, শফিকুল ইসলাম, হাশেম আলী, হায়দার আলী, মাহাফুর রহমান গাজী, মোজাহার আলী প্রমুখ
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost