
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলি’ সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’। গত বছর মুক্তি পায় এটি। এর পর আর নতুন কোনো সিনেমায় নাম লেখাননি তিনি। এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এ সিনেমায় অদ্ভূত একটি চরিত্রে অভিনয় করবেন আনুশকা শেঠি। এজন্য নিজের ছোটখাট পরিবর্তন করেছেন এই অভিনেত্রী।
এখনো আনুশকার নতুন সিনেমার নাম চূড়ান্ত হয়নি। এটি প্রযোজনা করবেন ইউভি ক্রিয়েশন্স। এবারই প্রথম নয়, এর আগেও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মির্চি’ ও ‘ভাগমতি’ সিনেমায় অভিনয় করেন আনুশকা। বড় বাজেটের এ সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন তা-ও জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মাহমুদুল হাসান
© 2025 - All right ® by JashorePost