যশোর প্রতিনিধি :: জাতীয় পর্যায়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ৫০ বছরপূর্তি উৎসবের কর্মসূচির অংশ হিসাবে বিশেষ বাংলাদেশ আনছার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী যশোর জেলা শাখার আয়োজনে এক বিশাল পতাকা র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১লা ডিসেম্বর )সকালে যশোরের আনছার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে এ র্যালী শেষ হয়।
আনছার ভিডিপি ও জেলা কমান্ডেন্ট সঞ্জয় কুমার দত্তের নেতৃত্বে আনছার বাহিনী র্যালীটি প্রধান কার্যালয়ের থেকে বের হয়ে পতাকা মিছিল সহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চারখাম্বার মোড় শেখ রাসেল চত্বর হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়।
র্যালীতে আনছার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদস্থ ৫০ জন নারী ও পুরুষ আনছার বাহিনীর সদস্য অংশ গ্রহন করেন।