যশোর আজ বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

রাষ্ট্রপতি ভোট দেবেন আজ পোস্টাল ব্যালটে

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ৩, ২০২৪ ১০:৪৯ পূর্বাহ্ণ
প্রতিকী ছবি
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ বুধবার ( ৩ জানুয়ারি ) বেলা ১১টায় বঙ্গভবন থেকে ভোট দেবেন তিনি।আগামী ৭ জানুয়ারি এই ব্যালট খুলবেন রিটার্নিং কর্মকর্তা।বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভোটকেন্দ্রে যেতে অসমর্থ ও কষ্টসাধ্য-এমন চার ধরনের ভোটাররা ডাকে (পোস্টাল ব্যালটে ) ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আইনের বিধান রয়েছে।

নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু হয়। আইনে এমন সুযোগ থাকলেও এই বিধানের তেমন প্রয়োগ হয় না। এবার রাষ্ট্রপতির ভোট প্রয়োগের মাধ্যমে এ বিষয়টিকে জনপ্রিয় করতে চায় নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিষয়ে প্রচার চালানোর সিদ্ধান্ত নেয়।

রাষ্ট্রপতির দপ্তর সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তার জন্ম স্থান পাবনার ভোটার। ঢাকা থেকে সেখানে ভোট দিতে গেলে প্রটোকল দেওয়াসহ নানা জটিলতা এবং স্থানীয় মানুষের কষ্টের বিষয়টি মাথায় রেখে এবার পোস্টাল ব্যালটে ভোটের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি। আইনে এ ধরনের ভোট দেওয়ার সুযোগ থাকায় রাষ্ট্রপতি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত ২১ নভেম্বর এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ,১৯৭২ এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো জেলখানায় বা অন্য কোনো আইনগত হেফাজতে আটক থাকলে, কোনো ব্যক্তি নির্বাচন সংক্রান্ত কোনো দায়িত্ব পালনের জন্য তার নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত না থাকতে পারলে এবং বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। কোনো ব্যক্তি যদি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চায় তাহলে তাকে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে:

(১) নির্বাচনের তফশিল ঘোষণার তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।

(২) তিনি যে নির্বাচনী এলাকার ভোটার, সেই এলাকার রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য একটি ব্যালট পেপারের আবেদন করবেন এবং আবেদনে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকার ক্রমিক নম্বর উল্লেখ থাকবে।

(৩) রিটার্নিং অফিসার কোনো ভোটারের আবেদন পাওয়ার পর ওই ভোটারের কাছে ডাকযোগে একটি পোস্টাল ব্যালট পেপার এবং একটি খাম প্রেরণ করবেন। খামের ওপর তারিখ প্রদর্শন করতে ‘সার্টিফিকেট অব পোস্টিং’ এর একটি ফরম থাকবে, যা ভোটার ডাকযোগে পাঠানোর সময় ডাকঘরের উপযুক্ত কর্মকর্তা-কর্মচারী পূরণ করবেন।

(৪) কোনো ভোটার পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য তার ব্যালট পেপার পাওয়ার পর, নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে ব্যালট পেপারটি তার কাছে পাঠানো খামে ন্যূনতম বিলম্বের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। রিটার্নিং অফিসার নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ব্যালটের ফল মূল ফলের সাথে যোগ করে চূড়ান্ত ফল ঘোষণা করবেন।

এ বিষয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/ হাইকমিশনসমূহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
ইউক্রেনের আরও একটি শহর দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী

ইউক্রেনের আরও একটি শহর দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো থেকে আসা সামরিক মজুদ ধ্বংসঃ রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো থেকে আসা সামরিক মজুদ ধ্বংসঃ রাশিয়া

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিবে যমুনা ব্যাংক

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিবে যমুনা ব্যাংক

বরিশালে বাসের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যানের দুই যাত্রী নিহত

বরিশালে বাসের চাকায় পিষ্ঠ হয়ে ভ্যানের দুই যাত্রী নিহত

বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীমঃপার্বত্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিশুদের জন্য শেখ হাসিনার অবদান অপরিসীমঃপার্বত্য প্রতিমন্ত্রী

চৌগাছায় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

চৌগাছায় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

প্লাস্টিক বোতলের তৈরি নৌকা উপহার দিতে চান চাকলাদারকে

প্লাস্টিক বোতলের তৈরি নৌকা উপহার দিতে চান চাকলাদারকে

পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-২

পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-২

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে রাত্রি যাপন করছে বিরোধী দলের সমর্থকরা

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে রাত্রি যাপন করছে বিরোধী দলের সমর্থকরা

র‌্যাবের অভিযানে ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার