যশোর আজ মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

রাশিয়া-ইউক্রেনের তৃতীয় বৈঠক শুরু

প্রতিবেদক
Jashore Post
মার্চ ৮, ২০২২ ১০:৩৬ পূর্বাহ্ণ
রাশিয়া-ইউক্রেনের তৃতীয় বৈঠক শুরু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সোমবার ( ৭ মার্চ ) তৃতীয় দফা বৈঠক শুরু হয়েছে। প্রতিবেশী দেশ বেলারুশে ওই দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক হচ্ছে বলে জানিয়েছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বেলারুশের ব্রেস্ট অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দুই দফা বৈঠকে মিলিত হন।

রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে।ইউক্রেনের কয়েকটি শহরের বাসিন্দাদের রাশিয়া ও বেলারুশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে, ইউক্রেন এ প্রস্তাবকে ‘অনৈতিক’ বলে আখ্যায়িত করেছে।

তারা দাবি করছে, যুদ্ধকবলিত শহরের বাসিন্দাদের ইউক্রেনের অন্য অংশে সরিয়ে নিতে হবে। বৈঠকে মারিওপোল ও ভলনোভাখায় মানবিক করিডোর খোলার বিষয়ে একমত হয় দুই দেশ।

এদিকে, জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় শরণার্থী সংকট দেখা দেবে।   

তথ্য সূত্র: আল জাজিরা

সর্বশেষ - লাইফস্টাইল