যশোর আজ মঙ্গলবার , ২৪ মে ২০২২ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

মৈত্রী,বন্ধন ও মিতালী এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

প্রতিবেদক
Jashore Post
মে ২৪, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ
মৈত্রী,বন্ধন ও মিতালী এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

ভারতগামী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ। মঙ্গলবার ( ২৪ মে ) শুধু কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশনে পাওয়া যাবে এ টিকিট।

সোমবার ( ২৩ মে ) রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেন।প্রথমবারের মতো ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেস চলবে ১ জুন থেকে।

করোনার কারণে দুই বছর ধরে বন্ধ থাকার পর আগামী ২৯ মে ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেসের চলাচল শুরু হচ্ছে৷

আসছে ১ জুন দুই দেশের রেলমন্ত্রীরা ভার্চুয়ালি ঢাকা-জলপাইগুড়ি রুটের ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তারপর নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস বলে রেল কর্তৃপক্ষ সূত্র নিশ্চিত করেন।

উল্লেখ্য ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চ্যুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এ রেলপথ উদ্বোধন করেছিলেন। এরপর ২০২১ সালের ২৭ মার্চ এ রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত জানানো হয়েছিল।

সে সময় বলা হয়েছিল, সপ্তাহে দুই দিন ঢাকা ও জলপাইগুড়ি থেকে মিতালী ছেড়ে যাবে। কিন্তু,মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি।

সর্বশেষ - ফিচার

আপনার জন্য নির্বাচিত