যশোর আজ শুক্রবার , ১২ জুলাই ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ভারতে বজ্রপাতে এক দিনে ৩৮ জনের মৃত্যু

প্রতিবেদক
Jashore Post
জুলাই ১২, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ
ভারতে বজ্রপাতে এক দিনে ৩৮ জনের মৃত্যু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাতে এক দিনে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক জন। বুধবার ( ১০ জুলাই ) হতাহতের এ ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

গত কয়েক দিন ধরেই উত্তর প্রদেশে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।

এদিন বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। সেখানে ১১ জনের মৃত্যু হয়। এরপরই রয়েছে সুলতানপুর। সেখানে সাত জনের মৃত্যু হয়েছে। শুধু মৃত্যুই নয়, এসব জেলায় বাজ পড়ে ঝলসে গেছে ১২ জনেরও বেশি। নিহতদের বেশির ভাগের বয়স ১৩ থেকে ১৫ বছর।

সাধারণত খামারে কাজ করা, মাছ ধরা, ধান রোপণ,আম কুড়ানোর সময় বা পানি আনতে গিয়ে এসব লোক বজ্রপাতের শিকার হন।

ভারতের আবহাওয়া দপ্তর অবশ্য উত্তর প্রদেশ ও এর পার্শ্ববর্তী রাজ্যে আগামী পাঁচ দিন আরো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে।

সর্বশেষ - সারাদেশ