হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ মোট ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার ( ১৮ জুন ) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। এ নির্বাচনে বেনাপোল পৌরসভায় ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, এ পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাসির উদ্দিন, সতন্ত্র প্রার্থী হিসাবে মফিজুর রহমান স্বজন,মাসুদুর রহমান মিলন ও ফারুক হোসনে উজ্জ্বল।
আগামী ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২৫ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ২৬ জুন প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।