সর্বশেষ খবরঃ

বেনাপোলে সম্পত্তি নিয়ে কন্যাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

বেনাপোলে সম্পত্তি নিয়ে কন্যাকে প্রাণনাশের হুমকির অভিযোগ
বেনাপোলে সম্পত্তি নিয়ে কন্যাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে পিতা কর্তৃক নিজ কন্যা সন্তানকে দানপত্র করে দেওয়া সম্পতি ও বসত ঘর জোরপূর্বক দখল-উচ্ছেদ চেষ্ঠায় প্রাননাশের হুমকির অভিযোগ মিলেছে। অভিযুক্ত পিতা আব্দুল আজিজ (৬৫) বেনাপোল পৌরসভাধীন তালশারী গ্রামের মৃত ইলা বক্সের পুত্র ও পেশায় মাংস বিক্রেতা।

ভুক্তভোগী সুরভি আক্তার এ্যানী বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবগত করে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

থানায় লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার সাব ইন্সেপেক্টর মামুন জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাদী ও বিবাদীকে থানায় হাজির হতে বলেছে।এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বর্ননায় এ্যানি গনমাধ্যম কর্মীদের বলেন, পিতা আজিজ বিগত ২৯-১২-২০২০ইং সালে ৮৭ নং দিঘীরপাড় মৌজায় পৌর এলাকাধীন ৫.৩৩ শতক জমি ও তাহার উপর নির্মিত স্থাপনা ভবন দলিল নং-৯৩৬১ হেবা ঘোষণাপত্র দিয়ে আমার নামে লিখে দিয়ে নিস্বত্ত হন। তারপর হতে আমি ও আমার গর্ভধারিনী মা সম্পতি ভোগ দখল করতে থাকি।এর পূর্বে সে আমার মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করে অন্যত্র চলিয়া গিয়ে ঘরসংসার করতে থাকেন।

কয়েক বছর পর বৈবাহিক সূত্রে আমি শশুরালয়ে গেলে পিতা আজিজ আমার সম্পতি দেখভাল করতে আমার ঘরে বসবাস করতে চাইলে আমি তাতে সন্মতিদিই ও সে থেকে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে আমার দালিলিক সম্পত্তিতে সে বাস করতে থাকে।

সাম্প্রতিক সময়ে তার দ্বিতীয় স্ত্রী মোছাঃ সুমি (৪৫) গং দের প্ররোচনায় পড়ে সম্পত্তি জবর দখল চেষ্ঠায় নানা পায়তারা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঈদের পরদিন শশুরালয় হতে বাসায় ফিরে দেখতে পায় আমার রুম গুলোতে তালা মেরে রেখেছে। কারন জিজ্ঞাসায় সুমি ও পিতা আজিজ আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ লাঠি ও ছুরি নিয়ে তেড়ে এসে প্রকাশ্য আমার প্রাননাশের হুমকি দেই।

বর্তমানে আমি চরম নিরাপ্তাহীনতায় ভুগছি ও আশঙ্কা করছি যেকোন সময় আমার পিতা ও তার ভাড়াকরা গুন্ডা বাহিনীদ্বারা আমাকে খুন গুম করতে পারে।

অভিযোগ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত আব্দুল আজিজের মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয়ে ফোন কেটে দেন।

পিতা কর্তৃক কন্যা এ্যানি লাঞ্চিত হওয়ার সত্যতা নিশ্চিত করে তালশারী গ্রামের রনিসহ একাধিক গ্রামবাসী জানান ,বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস বসলেও আজিজ তা অমান্য করে। আইনের সুশাসন প্রতিষ্ঠাসহ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।

আরো খবর

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন
শ্যামনগরে জাতীয় সমবায় দিবস উদযাপন
হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সি-ট্রাক চালু
হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সি-ট্রাক চালু
শ্যামনগর আসনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে স্মারকলিপি প্রদান
জামালপুর পুলিশের অভিযানে অপহৃত নারী উদ্ধার
জামালপুর পুলিশের অভিযানে অপহৃত নারী উদ্ধার
মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন
মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন
মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে ১৫ নভেম্বর নতুন পোশাক
মহানগর ও বিশেষায়িত পুলিশ ইউনিটে ১৫ নভেম্বর থেকে নতুন পোশাক
বাঁশ ও কাঠের মই বেয়ে উঠতে হয়  সোতা খালের সেতুতে
বাঁশ ও কাঠের মই বেয়ে উঠতে হয়  সোতা খালের সেতুতে
শ্যামনগর আসনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
শ্যামনগর আসনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু