চন্দন মিত্র( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনাজপুরে বর্ষবরণ ১লা বৈশাখ ১৪৩২ উদযাপিত হয়েছে ।
সোমবার ( ১৪এপ্রিল ) দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বর্ষবরণ উদযাপন উপকমিটির বাস্তবায়নে সকাল ৮টায় দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ষবরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সেখান থেকে সকাল ৯টায় এক বর্ণাঢ্য “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা “বের হয়ে নিমতলা,মডার্ন মোড় হয়ে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দান বৈশাখী মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন,অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি )এমুএসএম হাসিবুল রহমান,জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃমোকাররম হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি ও ৯নং আশকরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও জেলা বিএনপির সহ সভাপতি আখতারুজ্জামান জুয়েলসহ ধর্ম, বর্ণ ,নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে,প্রাণবন্ত হয়ে উঠে আনন্দ শোভাযাত্রাটি।
এছাড়াও রচনা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ,জেলখানা,হাসপাতাল, এতিমখানা, ডে কেয়ার হোম ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশনের মধ্যে দিয়ে বর্ষবরণের দিনব্যাপী কার্যক্রম শেষ হয় ।