মাহমুদুর রহমান তুরান ( ফরিদপুর )জেলা প্রতিনিধি :: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ( ১৫ ফেব্রুয়ারি ) দিবাগত গভীর রাতে উপজেলার গুনবহা তালতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,শাকিল আহমেদ ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা ও আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদের ছেলে। তাকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) হারুন অর রশিদ জানান,শাকিল আহমেদকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।