সর্বশেষ খবরঃ

প্যারাগুয়েকে ৪-০ গোলে হারালো ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে ব্রাজিল। ব্রাজিলের আগের ম্যাচে ছিল ঘটনার ঘনঘটা। ইকুয়েডরের সঙ্গে ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। বুধবার ভোরে অবশ্য শৈল্পিক ফুটবল উপহার দিয়েছে তিতের দল।

বেলো হরিজন্তের মাঠে প্যারাগুয়ে শিবিরে দুই অর্ধে ত্রাস ছড়ানো সেলেসাওরা নান্দনিক ফুটবলই খেলেছে। ভাগ্য সহায় হলে ব্যবধান আরও বাড়লেও বাড়তে পারতো। চোটগ্রস্ত নেইমারকে ছাড়া ম্যাচের তৃতীয় মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল।

কিন্তু ভিএআর দেখে নেওয়ার পর অফসাইডে বাতিল হয়েছে তা। এর পর সুবর্ণ সুযোগ মিস হয়েছে ১৭ মিনিটেও।বক্সের কাছে ভিনিসিয়ুসের স্কয়ার পাস থেকে বল পেয়েও রাফিনহা সেটি মেরেছেন ক্রসবারের ওপর দিয়ে।

শেষ পর্যন্ত ২৮ মিনিটে প্রথম গোলটি পেয়েছে ব্রাজিল। মধ্যমাঠ থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ওপর দিয়ে লং পাস দিয়েছিলেন মার্কুইনহোস। রাফিনহা বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে প্যারাগুয়ে গোলকিপারকে বোকা বানিয়ে জাল কাঁপিয়েছেন।

বিরতিতে যাওয়ার আগে আক্রমণে আরও ধার বাড়ে ব্রাজিলের। যা অব্যাহত ছিল দ্বিতীয়ার্ধেও।তবে রাফিনহার দুর্ভাগ্যই বলতে হবে। এই অর্ধেও জাল কাঁপাতে শট নিয়েছিলেন লিডস ইউনাইটেডের এই উইঙ্গার। কিন্তু তার ভলি গিয়ে আঘাত হানে পোস্টে।

দুই অর্ধে কোনওভাবেই মাথা তুলে দাঁড়াতে পারেনি প্যারাগুয়ে। বরং সময় যত গড়িয়েছে গোল উৎসবে মেতেছে ব্রাজিল। ছন্দময় ফুটবল খেলা ব্রাজিল দ্বিতীয় গোল পায় ৬২ মিনিটে। প্রথমটির মতো এই গোলটিও বানিয়ে দেন মার্কুইনহোস। তার দেওয়া পাসে ৪০ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শটে জাল কাঁপান কৌতিনিয়ো। ওপর দিয়ে যাওয়া বলটি কোনওভাবেই রক্ষা করতে পারেননি প্যারাগুয়ে গোলকিপার।

৮৪ মিনিটে সুযোগ পেয়ে জাল কাঁপাতে পারেননি আলভেস। ৮৬ মিনিটে ঠিকই স্কোর ৩-০ করে ছেড়েছেন অ্যান্তনি। এভারটন রেবেইরোর দেওয়া পাস ধরে জাল কাঁপান ব্রাজিল উইঙ্গার। দুই মিনিট পর আবারও গোল। ৮৮ মিনিটে রদ্রিগোর গোলে স্কোর হয় ৪-০। দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে বিশ্বকাপে যাবে ৪ দল। ব্রাজিল-আর্জেন্টিনা এরই মধ্যে টিকিট নিশ্চিত করেছে।

এই হারে প্যারাগুয়ের কাতার বিশ্বকাপ স্বপ্নের ইতি ঘটেছে। আর জয়ের পর শীর্ষস্থান আরও সুসংহত হয়েছে ব্রাজিলের। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তারা শীর্ষেই। যেখানে হারেনি কোনও ম্যাচ। বাছাইয়ে ঘরের মাঠেও অপরাজিত থাকলো ৬১ ম্যাচ।

আরো খবর

দুমকীর সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা
দুমকীর সৃজনী বিদ্যানিকেতনে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা
শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ
শ্যামনগরে খাদ্য ব্যবস্থা পাল্টানোর দাবীতে জনসমাবেশ
শার্শায় সন্ত্রাসী হামলা চলানো কালে দুই সন্ত্রাসী আটক
শার্শায় সন্ত্রাসী হামলা চলানো কালে দুই সন্ত্রাসী আটক
মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ কান্ডে দুই যুবক গ্রেপ্তার
মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ কান্ডে দুই যুবক গ্রেপ্তার
কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ নারী আটক
কেশবপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ নারী আটক
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছেঃপ্রধান ‍উপদেষ্টা
নির্বাচন উৎসবমুখর করতে সরকার সবকিছু করছেঃপ্রধান ‍উপদেষ্টা
তিনটি পৃথক মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
তিন মামলায় ১৫সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ