স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহাসড়কের পাশ থেকে ২৩ বছর বয়সী অজ্ঞাতনামা এক তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের রণচণ্ডী-ভাদ্রুবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে নিহত ওই তরুণের পরিচয় এখনো পুলিশ শনাক্ত করতে পারেনি। নিহতের পরনে কালো টি–শার্ট ও লুঙ্গি ছিল। মহাসড়কে কোনো যানবাহনের ধাক্কায় ওই তরুণ নিহত হয়েছেন বলে পুলিশ ও স্থানীয় লোকজন ধারণা করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে রণচণ্ডী-ভাদ্রুবাড়ি এলাকায় মহাসড়কের পূর্ব পাশের পাকা অংশে ওই তরুণের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক সুরতহালে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় কেউ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post