জেমস রহিম রানা :: অভয়নগরের নওয়াপাড়ায় কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যার পেছনের অন্ধকার চক্রের মুখোশ উঠে এসেছে। তদন্তে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির দুর্ধর্ষ ক্যাডার দীপঙ্কর মল্লিকের সশস্ত্র দল ভারত থেকে বসে পুরো অপারেশন পরিচালনা করেছে।
আর এই খুনের জন্য তাদের ভাড়া করেছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ( বর্তমানে পদ স্থগিত ) আসাদুজ্জামান জনিকে। চুক্তির পরিমাণ ছিল ১২ লাখ টাকা। কিন্তু প্রতিশ্রুতি ভেঙে মাত্র ৬৫ হাজার টাকা হাতে পেয়ে ক্ষিপ্ত হয়ে দীপঙ্কর সব ফাঁস করেন।
নিহত তরিকুল নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি এবং ঘের ব্যবসায়ী ছিলেন। মাছের ঘেরের বিরোধ ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে জনির চাঁদাবাজি, ঘাট দখল আর লুটপাটের বিরোধিতা করতেন।
স্থানীয়রা বলছেন, জনি জুলাই বিপ্লবের পর নওয়াপাড়ার বেসরকারি নৌঘাটগুলো একের পর এক দখলে নেয় এবং ভয়-ভীতি দেখিয়ে আধিপত্য বিস্তার করে। তরিকুল ছিলেন তার পথে সবচেয়ে বড় বাধা।
গত ২২ মে, ডহর মশিয়াহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের ঘরে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। সেদিন তরিকুল ঘের সম্প্রসারণ নিয়ে বৈঠকের জন্য সেখানে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই দীপঙ্করের দল গুলি,কুপিয়ে ও মাথা থেঁতলে তরিকুলকে খুন করে। ঘটনার চারদিন পর তরিকুলের ভাই এসএম রফিকুজ্জামান টুলু ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ অজ্ঞাত আসামিকে করে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জন গ্রেপ্তার হয়েছে,তিনজন আদালতে আত্মসমর্পণ করেছে।
তদন্তে আরও জানা গেছে, দীপঙ্কর দীর্ঘদিন ধরে ভারত থেকে বসে অভয়নগর, মণিরামপুর, কেশবপুরসহ খুলনার ফুলতলা ও ডুমুরিয়ার ঘের ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন। তিনি চরমপন্থি সংগঠনের নেতা মৃণাল ও শৈলেনের ঘনিষ্ঠ ছিলেন,যাদের একসময় যশোর-খুলনার বিস্তীর্ণ অঞ্চল কাঁপিয়ে তুলেছিল।
বাদী রফিকুজ্জামান বলেন, “দীপঙ্কর আমাকে ফোনে জানিয়েছে, তরিকুল হত্যার চুক্তি হয় ১২ লাখ টাকায়। কিন্তু জনি টাকা দেয় মাত্র ৬৫ হাজার।” নিহতের ভাই দাবি করেন, ঘটনার পর তিনি ও তার দুই ভাই শাহিদুল ইসলাম ও এইচএম এরশাদ আসামিদের দৌড়ে পালাতে দেখেছেন।
হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় পিন্টু বিশ্বাস,দীনেশ, দুর্জয়, সাগর বিশ্বাস, অজিত,পল্লব,গজো ওরফে পবন, অতীত মণ্ডল, আকরাম আকতার কোরাইশি পাপ্পু, মাসুদ পারভেজ সাথী, ফিরোজ খানসহ আরও কয়েকজন।
অভিযোগের মুখে থাকা জনি এখন কারাগারে। গত বছরের ৫ আগস্টের পর নওয়াপাড়ার ব্যবসা-বাণিজ্যে তার প্রভাব এতটাই বেড়েছিল যে, স্থানীয় বিএনপি নেতারাই তার বহিষ্কার চান। তবে পদ স্থগিতের পরও বহিষ্কার হয়নি। কয়েক মাস আগে এক ব্যবসায়ীকে বালুতে পুঁতে চার কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় তিনি গ্রেপ্তার হন।
যশোরের অভয়নগরের বানিজ্যিক প্রাণকেন্দ্র নওয়াপাড়া একক ‘সন্ত্রাসী শক্তি’র কবলে পড়েছিল। নদীবন্দর, শিল্প এলাকা, ঘাট ও বাজার সবই যেন এক ব্যক্তির হাতে বন্দী হয়ে পড়েছিল । তার নাম আসাদুজ্জামান জনি।
দলীয় রাজনীতির আড়ালে বেড়ে ওঠা এই জনি নিজেই হয়ে উঠেছিল একক আধিপত্যের প্রতীক। স্থানীয়রা বলছেন, তাকে ‘নব্য এরশাদ শিকদার’ বললেও ভুল হবেনা । এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিতে হতো চাঁদা , কথা বললে হতে হয় এলাকা ছাড়া কিংবা শিকার অমানবিক নির্যাতনের এমনকি এর অসংখ্য নজির ও রয়েছে ।
সিন্ডিকেট গড়ে ভয়ঙ্কর দখলদারিত্ব মহারাজা হয়ে উঠেছিল এই জনি । নওয়াপাড়ার প্রতিটি ঘাট, স্টোর, পণ্য লোড-আনলোড পয়েন্টে ছিল তার লোকজন। মাসে কোটি টাকা চাঁদা ওঠতো বলেও অভিযোগ রয়েছে।
একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, চাঁদা না দেওয়ায় অনেকেই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। নদী বন্দরের ঘাটগুলো দখল করে নিয়েছিল জনির নিয়ন্ত্রিত ক্যাডার বাহিনী।
এমনকি নওয়াপাড়ার মাদক সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রক ছিলো এই জনি। তার হয়ে কাজ করে রুহুল আমিন বিশ্বাস নামের এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। মাছবাজার কেন্দ্র করে চলে ইয়াবা ও ফেনসিডিলের বেচাকেনা। জনি গ্রেফতার হওয়ার পর রুহুল আমিন পালিয়ে আত্নগোপনে চলে যায় কিন্তু এখনও মাদক কেনা-বেচা চলছে দেদারসে।
অভয়নগরের সকল ইউনিয়ন ও পৌর এলাকার সকল জায়গায় পড়েছেল তার কালো থাবা। মানতেন না দলীয় সিনিয়রদের নির্দেশনা । মুখে মুখে ১৭ বছরের জেল, জুলম, মামলার বুলি আওড়িয়ে সকল অপকর্ম করে সে । বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সাথে সখ্যতাকে পুজি করে কায়েম করে রেখেছে সন্ত্রাসের রাজত্ব। কেউ কথা বলতে সাহস পাইনি তখন তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে ।
সরেজমিনে তদন্তে তার পৌষ্য ক্যাডার বাহিনীর উল্লেখযোগ্য হলো পায়রায় সজল, বাঘুটিয়ার খালিদ, বউ বাজারের হাসান শেখ, গরুহাটার রিপন, শান্ত, স্টেশন মাছ বাজারের রুহুল আমিন, মানু, ৬ নং ওয়ার্ড এর সম্রাট,তাজু, নয়ন, বাগদাহের মামুন, নাইম, সাদ্দাম, চেঙ্গুটিয়ার সোহাগ, সাথী, রাজঘাট পাপ্পু, শংকরপাশার বাবু, বস্তির আ রশিদ ওরফে ফেন্সি রশিদ, এছাড়াও দেড় থেকে দুইশ জন ক্যাডার বাহিনী রয়েছে তার। সরাসরি চরমপন্থী দলের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন। মাসিক অনুদানের বিনিময়ে অস্ত্র, লোকবল ও সহিংসতায় তাদের ব্যবহার করছেন। ঘাট দখল,প্রতিপক্ষকে দমন, বা রাজনৈতিক প্রতিহিংসা সবক্ষেত্রেই ব্যবহার করেন এই চরমপন্থী লাইন।
এছাড়াও কনা ইকো পার্ক তৈরি করার সময় পাশের সংখ্যালঘু হিন্দুদের জমি জোর পুর্বক নাম মাত্র টাকা দিয়ে কিনে নেয়, ক্ষমতা বলে অনেকের টাকা না দিয়ে জোরপূর্বক দখল করে পার্ক তৈরি করেন তিনি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, “আমরা প্রায় নিশ্চিত কারা নেপথ্যে আছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে কেউ ছাড় পাবে না।”
তরিকুলের মৃত্যুতে অভয়নগরজুড়ে শোক ও ক্ষোভ নেমে এসেছিল। স্থানীয়রা বলছেন, “একজন সৎ ব্যবসায়ী আর নিবেদিতপ্রাণ কৃষক দলের নেতাকে হারিয়ে আমরা আতঙ্কিত।