যশোর আজ রবিবার , ১৪ নভেম্বর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চোর চক্রের ৬সদস্য গ্রেপ্তারঃ২টি মোটর সাইকেল উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ১৪, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি:: যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তারসহ ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে। শনিবার ( ১৩ নভেম্বর ) সন্ধ্যা হতে রবিবার ভোর রাত পর্যন্ত যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের এই ৬ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো যশোর জেলার অভয়নগর থানাধীন লক্ষীপুর পশ্চিমপাড়া এলাকার ইশারত সর্দ্দারের ছেলে আরিফুল ইসলাম (২২), একই এলাকার কওসার শেখের ছেলে হেলাল শেখ(২২), ধোপাদী গ্রামের হাসান গাজীর ছেলে শিমুল গাজী(২১), শংকরপুর এলাকার হাকিম গাজীর ছেলে শিমুল গাজী (৩৪),পাঁচকবর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন মোল্লা (২৫) ও কতোয়ালী থানাধীন জঙ্গলবাধ গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে হাসান আকন(২৩)।

যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, ডিবি পুলিশের এস আই ইদ্রিসুর রহমানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ১৩ নভেম্বর রাতে চাচড়া চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনাকালে ১টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ১সদস্যকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অভয়নগর থানার বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের আরো ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এসময় তাদের হেফাযতে থাকা আরো ১টি মোটর সাইকেল উদ্ধার হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে এস আই ইদ্রিসুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা রুজু করেন। যাহার মামলা নং-৪০ ও তারিখ ১৪ নভেম্বর২০২১ইং।

সর্বশেষ - সারাদেশ