যশোর আজ বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ঘরোয়া উপায়ে দূর করুন দাঁতের শিরশির ভাব

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ
ঘরোয়া উপায়ে দূর করুন দাঁতের শিরশির ভাব
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মানবদেহে দাঁত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ।দাঁত যেমন দৈহিক সৌন্দর্যের জন্য জরুরি আবার খাদ্য পরিপাকেও দাঁতের ভূমিকা অপরিসীম।সাধারণত টক, ঠাণ্ডা, বেশি গরম খাবার খেলে দাঁতের শিরশির ভাব হয়।

যাদের এনামেল দুর্বল শীতকাল এলেই তাদের দাঁতের শিরশির বেড়ে যায়। পানি পান করতে গেলেও দাঁত শিরশির করে। দাঁতের এই সমস্যাকে প্রশ্রয় দিলে ভবিষ্যতে দাঁতের গোঁড়া দুর্বল হয়ে যাবে এবং এক সময়ে অকালে দাঁত হারাতে হতে পারে।

দাঁতের তিনটি অংশ রয়েছে, দাঁতের ভিতরে নার্ভ, তার ওপরে ডেন্টিনের আবরণ—যার মধ্যে নার্ভ ও রক্ত চলাচল হয় আর সবচেয়ে বাইরে থাকে সিমেন্ট জাতীয় ক্যালসিয়ামের আবরণ। বাইরের এই আবরণের নাম এনামেল। এটি দাঁতকে চকচকে ও আকর্ষণীয় রাখে; আবার দাঁতের ডেন্টিন অংশকে রক্ষা করে। দাঁতের এনামেল ক্ষয় হলে খাবার দাঁতের ডেন্টিনে লাগে এবং নার্ভাস সিস্টেমে এই অনুভূতি চলে যায়— এভাবে দাঁত শিরশির করে।

দাঁতের শিরশির ভাবকে ডাক্তারি ভাষায় বলে সেনসিটিভিটি। দাঁতের সেনসিটিভিটি কমাতে কিছু ব্যবস্থা নিতে হবে। যে কারণে সেনসেটিভিটি হয় তা জানলে এই সমস্যা এড়ানো সহজ।

সেনসিটিভিটির কারন

জোরে জোরে দাঁত মাজলে, বেশি ক্ষারযুক্ত মাজন ব্যবহার করলে,বেশি চিনিযুক্ত খাবার খেলে, সফটড্রিঙ্কস ও বেভারেজ খেলে,দাঁত কামড়ানোর অভ্যাস থাকলে,
নিয়মিত ব্রাশ না করলে,বেশি সময় ধরে দাঁত ব্রাশ করলেও দাঁত ক্ষয় হয়। খাবার মুখে নিয়ে দীর্ঘ সময় রাখলে বা খাবার গ্রহণের পর ঠিকমতো কুলকুচোই না করলে জমে থাকা খাদ্যে ব্যাকটেরিয়ার আক্রমণ হয় এবং দাঁত ক্ষয় হয়।

নির্দিষ্ট কিছু টুথপেস্ট বা মাউথওয়াশ ব্যবহার করলেও এ অসুবিধা এড়ানো যায়। পাশাপাশি কিছু ঘরোয়া উপায়েও দাঁতের বিরক্তিকর শিরশির ভাব থেকে মুক্তি পেতে পারেন।

সেনসিটিভি রোধে করনীয়

বিশেষ ধরনের মাজন :: দাঁতের এই সমস্যা নিরসনে এক ধরনের বিশেষ দাঁতের মাজন পাওয়া যায়, একে ডিসেনসিটাইজিং টুথপেস্ট বলে। এই ধরনের মাজনে কিছু বিশেষ উপাদান থাকে যা উন্মুক্ত স্নায়ুমুখগুলি ঢাকতে সহায়তা করে। পটাশিয়াম নাইট্রেট নামক একটি যৌগ এই কাজে অত্যন্ত উপযোগী। পাশাপাশি দাঁত মাজার ব্রাশটি নরম হলেও এই সমস্যায় কিছুটা আরাম মিলতে পারে।

লবণ-পানি :: নুন বা লবণ প্রদাহ কমাতে সাহায্য করে। জমতে দেয় না ব্যাকটেরিয়াও। রোজ অন্তত দু’বার সামান্য উষ্ণ নুন-জলে গার্গল বা কুলকুচি করলে দাঁত শিরশির করা থেকে আরাম মিলতে পারে। এক গ্লাস সামান্য উষ্ণ জলে আধা চামচ নুন মিশিয়ে অন্তত ৩০ সেকেন্ড সেই পানি মুখে রাখতে হবে।

হলুদ:: এক টেবিল চামচ হলুদ, আধা চামচ সর্ষের তেল ও আধা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে সেই মিশ্রণ দাঁতে লাগালে কমতে পারে দাঁত শিরশির করার সমস্যা। হলুদে থাকে কারকিউমিন নামক একটি উপাদান। এই উপাদানটি জীবাণুনাশক ও প্রদাহনাশক হিসেবে বেশ কার্যকর।

গ্রিন টি মাউথওয়াশ ::স্বাভাবিক নিয়মে গ্রিন টি বানিয়ে নিন। একটা গ্লাসে রেখে ঠাণ্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। তারপর সেই চা ঠাণ্ডা করে মাউথওয়াশ হিসেবে ব্যবহার করুন দিনে দু’বার। এতে মুখের ভেতর ঝরঝরে তাজা হয়ে ওঠবে।

ক্যাপসাইসিন জেল:: মরিচের ঝালের পরিমাণ নির্ধারণ করে ক্যাপসাইসিন নাম একটি যৌগ। যেকোনো প্রদাহ কমাতে এটি দারুণ কার্যকর। ক্যাপসাইসিন জেল বা মাউথওয়াশ স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন। প্রথমদিকে একটু জ্বলতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে।


রসুন:: একটি রসুন পেস্ট করুন। এর মধ্যে ২-৩ ফোঁটা পানি ও সামান্য লবণ মিশিয়ে নিন। আক্রান্ত দাঁতে সরাসরি পেস্টটি লাগান। কয়েক মিনিট এভাবে রাখুন। এরপর লবণ পানি দিয়ে মুখ কুলি করুন। দিনে দু’বার এই পদ্ধতি অনুসরণ করলেই দাঁতের শিরশির অনুভূতি দূর হবে।

এ ছাড়াও একটি রসুনের কোয়া কেটে ৭-১০ মিনিট আক্রান্ত দাঁতে মাজুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন ২-৩ বার এটি করুন। এতে শিরশির ভাব দূর হবে।

ভ্যানিলা এক্সট্রাক্ট:: তুলায় করে ভ্যানিলা এক্সট্র্যাক্ট নিয়ে মাড়িতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর মুখ ধুয়ে নিন হালকা গরম পানিতে। কিছুদিন ব্যবহারেই ফল পাবেন।

মধু:: এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ মধু মিশিয়ে কুলকুচি করলেও দাঁতের শিরশির অনুভূতি থেকে মুক্তি মিলবে। তবে এটা রাতে শোওয়ার আগে না করলেই ভালো।

এছাড়া বাজারে বিভিন্ন ধরনের মাউথওয়াশ পাওয়া যায়। এগুলো দিয়ে কুলকুচি করলেও সেনসেটিভিটি থেকে মুক্তি পাওয়া যায়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ গ্রেফতার-১

থানা হবে নির্ভরতার প্রতীকঃ আইজিপি

থানা হবে নির্ভরতার প্রতীকঃ আইজিপি

যশোরে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-৩

যশোরে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার-৩

ঈদে মুক্তি পাবে ‘কাজল রেখা’ সিনেমা

ঈদে মুক্তি পাবে ‘কাজল রেখা’ সিনেমা

নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নড়াইলে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

শ্যামনগর উপজেলার মেন্দিনগর গ্রামের মরহুম আঃ সাত্তার কবিরাজ এর স্ত্রী সুফিয়া খাতুন

বাস্তভিটা দখলকারীদের অত্যাচারে পথে পথে ঘুরছেন সুফিয়া

নেতৃত্ব প্রতিষ্ঠা নয়,শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে ছাত্রলীগ

নেতৃত্ব প্রতিষ্ঠা নয়,শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে ছাত্রলীগ

পরিবেশের ভারসাম্য রক্ষায় যশোরে যনাসের গাছ রোপণের ক্যাম্পেইন শুরু

পরিবেশের ভারসাম্য রক্ষায় যশোরে যনাসের গাছ রোপণের ক্যাম্পেইন শুরু

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো নাঃআমীর খসরু মাহমুদ

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেবো নাঃআমীর খসরু মাহমুদ

জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে সাময়িক বহিষ্কার রাশিয়া

জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে সাময়িক বহিষ্কার রাশিয়া