সর্বশেষ খবরঃ

গোটা জাতি আজ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চারঃডাঃ শফিকুর রহমান

গোটা জাতি আজ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চারঃডাঃ শফিকুর রহমান
গোটা জাতি আজ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চারঃডাঃ শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আজ গোটা জাতি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। জামায়াতে ইসলামীও একটি বৈষম্যহীন সমাজ চাই।

রবিবার ( ১৩ অক্টোবর ) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত সদস্য ( রুকন ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে জামায়াতের আমির বলেন, ‘জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বাংলার জমিনে জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাচ্ছে। কারও ছোটখাটো বিষয়কে বড় করে দেখা যাবে না। ঘুমানোর আগে অপরকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে হবে। বিদ্বেষমুক্ত অন্তরের অধিকারী হতে হবে।

তিনি আরও বলেন,বেশি বেশি আত্মসমালোচনা করতে হবে। আল্লাহর জন্য নিজেকে সোপর্দ করতে হবে। চিন্তা-চেতনা, আমল-আখলাক সবকিছুতে আল্লাহকে হাজির-নাজির জানতে হবে। ইনসাফ অত্যন্ত কঠিন একটি বিষয়। জীবনের সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে দ্বীনের জন্য উৎসাহিত করতে হবে। আমরা দীর্ঘ সাড়ে ১৫ বছর মজলুম ছিলাম।’

চট্টগ্রামকে ইসলামের প্রবেশদ্বার উল্লেখ করে ডাঃ শফিকুর রহমান বলেন, ‘আগামী দিনে আমরা যেন এই চট্টগ্রাম থেকে ইসলামী বিপ্লবের সূচনা করতে পারি, প্রত্যেক সদস্যকে সেই ভূমিকা পালন করতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান বলেন, ‘ফ্যাসিবাদ ও জুলুমের ধারা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আর কোনও ফ্যাসিবাদকে এই জমিনে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের ষড়যন্ত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে।’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, ‘চট্টগ্রামের প্রতিটি মানুষের মাঝে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। আজ সমগ্র বাংলাদেশের ১৮ কোটি মানুষ আমাদের দিকে চেয়ে রয়েছে।

গত ১৮ বছরে দুর্নীতি-লুটপাট করে, ভূমি দখল থেকে শুরু করে নৈরাজ্যের মাধ্যমে বাংলাদেশকে যে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই অবস্থান থেকে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সম্মেলনে দারসুল কোরআন পেশ করেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, ওলামা-মাশায়েখ পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডঃ অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান।

আরো খবর

দীঘিনালা বন বিহারে ২৬তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত
দীঘিনালা বন বিহারে ২৬তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জের সাংবাদিক শাহ আলম সাজু গ্রেপ্তার
গোবিন্দগঞ্জের সাংবাদিক শাহ আলম সাজু গ্রেপ্তার
বেনাপোলে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গনসংযোগ
বেনাপোলে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর গনসংযোগ
ভারতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০
ভারতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ২০
প্রতিদিন ফল খাওয়ার উপকারীতা
প্রতিদিন ফল খাওয়ার উপকারীতা
সুনামগঞ্জে বাস খাদে উল্টে মা ও মেয়ে নিহত
সিলেটে বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে নিহত
পটুয়াখালী ভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে  প্রশাসনের গড়িমসি 
পটুয়াখালী ভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে  প্রশাসনের গড়িমসি 
রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফের কালেক্টর আটক
রামগড়ে চাঁদাবাজির সময় ইউপিডিএফের কালেক্টর আটক