সিনিয়র রিপোর্টার :: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট বাসেত মজুমদার আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি ছিলেন গরিবের আইনজীবী হিসেবে পরিচিত বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ( ২৭ অক্টোবর ) সকাল সোয়া ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবদুল বাসেত মজুমদারের ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
Discussion about this post