স্টাফ রিপোর্টার :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যদের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩জন সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ঠাকুরগাও জেলার সদর থানাধীন উত্তর ঠাকুরগাও গ্রামের জিতেন দাসের ছেলে ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামা (২৭),পাবনা জেলার পাবনা থানাধীন খয়েরসুতি গ্রামের রবিউল ইসলামের ছেলে সাব্বির ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি(২০) ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানাধীন কুলপাড়া গ্রামের ইলিয়াস লস্করের ছেলে শামিম লস্কর (১৯)।
বৃহষ্পতিবার (২৮ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে খুলনা র্যাব-৬ সদর দপ্তরের একটি আভিযানিক দল খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সাচিবুনিয়া রেল ক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ঐ তিন জঙ্গি সদস্যকে গ্রেফতার করে।
প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃতরা জানাই,তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তারা আফগানস্তানের তালেবান এর উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

র্যাব-৬ এর দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তি হতে জানা যায়,গ্রেফতারকৃতদের নামে ইতিপূর্বেই জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।এ কারনে তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্নগোপনে ছিলো।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।