সর্বশেষ খবরঃ

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) প্রতিনিধি :: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়িতে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনব্যাপি কর্মসূচির সূচনা হয়।

সোমবার( ১৬ডিসেম্বর )ভোরে জেলা শহরের চেঙ্গী স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ দিন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান,পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে খাগড়াছড়ি প্রেসক্লাব,বিএনপি,পৌরসভা,অফিসার্স ক্লাব,সামাজিক সংগঠন ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ,ন্যাশনাল চিল্ড্রেনস টাস্কফোর্স(এনসিটিএফ),বনবিভাগ,এলজিইডি,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,সড়ক ও জনপথ বিভাগ,জেলা কমান্ড্যান্ট কার্যালয়,জাবারাং কল্যাণ সমিতি,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে এদিন একত্রিশবার তোপধ্বনি শহিদ মুক্তিযোদ্ধাদের নাম সংবলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের বিজয়মেলা উদ্বোধন করা হয়।

এরপর অফিসার্স ক্লাবে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান,হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে বিশেষ খাবার সরবরাহ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচি,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন কর্মসূচি,শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে বিজয় কনসার্ট আয়োজন করা হয়েছে।এছাড়াও এ উপলক্ষ্যে পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক শিশুদের জন্য উন্মুক্ত রাখা এবং বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। আলুটিলা পর্যটন কেন্দ্র, তেরাং তৈকালাই(রিছাং ঝর্ণা) সর্বসাধারণ এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

আরো খবর

নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার
দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড
শ্যামনগরে সমাজসেবায় অবদানে সম্মাননা পেলেন সিডিও ইয়ুথ টিম
শ্যামনগরে সমাজসেবায় অবদানে সম্মাননা পেলেন সিডিও ইয়ুথ টিম
গৌরীপুরের ২৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গৌরীপুরের ২৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কোরআন ছুঁয়ে মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন মামদানি
কোরআন ছুঁয়ে মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন মামদানি
খাগড়াছড়িতে যৌথ অভিযানে  অস্ত্রসহ ব্যবসায়ী আটক
খাগড়াছড়িতে যৌথ অভিযানে  অস্ত্রসহ ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থী হারুনুর রশিদের মনোনয়নপত্র জমা
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থী হারুনুর রশিদের মনোনয়নপত্র জমা