যশোর আজ বুধবার , ১৭ জুলাই ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

কেশবপুরে গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
জুলাই ১৭, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ
কেশবপুরে গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: কেশবপুর থানা পুলিশ মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে ৩ মাদক ব্যবসায়ীকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করেছে।সে কেশবপুর উপজেলার ছোট মাদারডাঙ্গা গ্রামের কাওছার সরদারের ছেলে।

গত মঙ্গলবার ( ১৬ জুলাই ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে পৃথক-পৃথক ৩টি মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে,গত ১৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলমের দিক-নির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস, সহকারী পুলিশ উপ-পরিদর্শক রতন কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গড়ভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০২ গ্রাম গাঁজাসহ হাফিজুর রহমান ( ৪০ ) কে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৬।

অপর অভিযানে পুলিশ উপ-পরিদর্শক রাজু আহমেদ, সহকারী পুলিশ উপ-পরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ভান্ডারখোলা ইকবালের মোড় এলাকা থেকে গোলাম রসুল (২১) কে ২১ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।

সে পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মিন্টু সরদারের ছেলে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৭।

অপরদিকে ভেরচী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাথরা গ্রামে অভিযান চালিয়ে আসলাম গাজী (৩৫) কে ১৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। সে পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার ভদ্রাদিয়া গ্রামের তুফান গাজীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৮।

এছাড়াও অভিযানকালে অধিক রাতে ঘোরাফেরা করার সময় পুলিশের সন্দেহজনক হওয়ায় রুবেল সরদার ( ৩২) কে গ্রেফতার করে। সে উপজেলার আড়ুয়া গ্রামের বাশার সরদারের ছেলে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে পৃথক পৃথক ৩টি মামলা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ