স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থীদের পরিবারের মাঝে ঈদ উপহার নিয়ে বাসায় বাসায় ছুটছেন সুবিধাবঞ্চিত শিশুদেও নিয়ে কাজ করা সংগঠন স্বপ্নপূরীর স্বেচ্ছাসেবীরা।
বৃহস্পতিবার সকাল থেকে তারা রেলওয়ে এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় ঈদ উপহার নিয়ে ছুটে যান। ইদ উপহারের মধ্যে ডয়লো পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, সেমাই, চিনি দুধসহ ঈদের বিভিন্ন উপকরণ। এ সময় উপস্থিত ছিলেন, স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলাম, প্রিয়া রহমান, মেহেদী হাসান, ইমরান হোসাইন, রোদেলা ইসলাম প্রমুখ।
উপহার পেয়ে শিক্ষার্থীরা বলেন, স্বপ্নপূরী আমাদের কাছে পরিবারের মতো।তারা যে উপহার দিবে সেটা আমাদের কাছে অনেক দামি। দোয়া করি স্বপ্নপূরী যেনো দীর্ঘদিন বেঁচে থেকে আমাদের এ রকম সাহায্য করে যেতে পারেন।
স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলাম বলেন, তাপমাত্রার কারনে প্রতিবছরের মতো এবারে সমাগম করে আমরা বাসায় বাসায় গিয়ে সামান্য উপহার দেয়ার চেষ্টা করেছি।
Discussion about this post