সর্বশেষ খবরঃ

আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: আদিবাসী ছাত্র জনতা’র শান্তিপূর্ণভাবে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে “স্টুডেন্টস্ ফর সভারেন্টি” নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হযেছে।

বৃহস্পতিবার( ১৬জানুয়ারি ) দুপুরের দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চেঙ্গী স্কোয়ারে এসে শেষ হয়।

পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা বলেন পাহাড়িরা দাবি আদায়ে আন্দোলন করলে সরকার তাদের দমনপীড়ন করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। অবিলম্বে ঢাকায় এনসিটিবি কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে

হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আল্টিমেটাম দেয়া হয়। এছাড়া পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, পাঠ্য পুস্তকে আদিবাসীদের সঠিক ইতিহাস তুলে ধরাসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানায়।

এ সমাবেশে বক্তার আরও বলেন,এনসিটিবি পাঠ্যবই থেকে আদিবাসী শব্দটি বাদ দেয়ার প্রতিবাদ ও আদিবাসী শব্দটি পুনরায় লিপিবদ্ধ করার জন্য ” আদিবাসী ছাত্র জনতা”র ব্যানারে শান্তিপূর্ণভাবে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে “স্টুডেন্টস্ ফর সভারেন্টি”নামক উগ্র সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠী কর্তৃক সন্ত্রাসী হামলা চালায়। এতে অনেকজন গুরুতর আহত হন।

আমরা উগ্র সাম্প্রদায়িক ও এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে  কঠোর শাস্তির দাবি জানাই। সেই সাথে এমন ন্যাক্কারজনক ঘটনা যেন ভবিষ্যতে কেউ করতে না পারে,তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

তারা আরও বলেন,আদিবাসী গ্রাফিতিটি শুরুতেই পাঠ্যবইয়ে সংযুক্ত করা হলেও,পরে উগ্র সাম্প্রদায়িকদের অযৌক্তিক বিরোধীতায় এনসিটিবি কর্তৃপক্ষকে জোরপূর্বক সরাতে বাধ্য করা হয়। উগ্র সাম্প্রদায়িকদের চাপের মুখে এনসিটিবি আদিবাসী গ্রাফিতি বাদ দিতে বাধ্য হয়। যৌক্তিক দাবি হিসেবে আদিবাসী গ্রাফিতিটি পুনরায় সংযোজনের জন্যও জোর দাবি জানান বক্তারা।

এ সমাবেশে সাধারণ শিক্ষার্থী উক্যনু মারমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন হ্লাব্রে মারমা, নেপুলিয়া চাকমা,টুশিটা চাকমা,নয়ন ত্রিপুরা,বাবু চাকমা,নিশান চাকমা,অংশোয়েচিং মারমা প্রমূখ।

এদিন বিক্ষোভ মিছিল ও সমাবেশে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও দীঘিনালা, পানছড়ি, লক্ষীছড়ি, গুইমারা, রামগড়,মানিকছড়িসহ বিভিন্ন উপজেলা থেকে শতশত আগত শিক্ষার্থীরা যোগ দেয়।

উল্লেখ্য যে, গতকাল ১৫ জানুয়ারী বুধবার ঢাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি )ভবনের সামনে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতি রাখা না রাখা বিক্ষোভ নিয়ে কর্মসূচি চলাকালে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে সংগঠনটি আদিবাসী শিক্ষার্থীদের হামলা প্রতিবাদে আজকে এই কর্মসূচী।

আরো খবর

অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর প্রধান আটক
অস্ত্র ও গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর প্রধান আটক
খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আন্তঃসৃজনী বিজ্ঞান মেলা
সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আন্তঃসৃজনী বিজ্ঞান মেলা
অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
দিনাজপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
দিনাজপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জগন্নাথপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
জগন্নাথপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ হরিণ শিকারি আটক
কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ হরিণ শিকারি আটক
হাতিয়ায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম
হাতিয়ায় ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম