সর্বশেষ খবরঃ

অ্যাপল ৩ ট্রিলিয়ন কোম্পানি হতে চলেছে

অ্যাপল ৩ ট্রিলিয়ন কোম্পানি হতে চলেছে
অ্যাপল ৩ ট্রিলিয়ন কোম্পানি হতে চলেছে

আরেকটি বড় মাইলফলক অর্জনের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ও আইফোন নির্মাতা অ্যাপল বাজারমূল্যের দিক থেকে কোম্পানিটি এখন ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে।

শেয়ারের দর আর মাত্র ১ ডলার ১০ সেন্ট বাড়লেই অ্যাপলই হবে বৈশ্বিক পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম তিন লাখ কোটি ডলার বাজারমূল্যের কোম্পানি। কোম্পানি হিসেবে অ্যাপলের বাজারমূল্য বেড়ে ৩ লাখ কোটি ডলারে উন্নীত হবে।

সিএনএন বিজনেস জানিয়েছে, বাজারমূল্যে তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলার ক্লাবে পৌঁছাতে বিশ্বের শীর্ষস্থানীয় অন্যান্য কোম্পানির আরও অনেক সময় লাগতে পারে। কারণ, তারা এখনো এই মাইলফলক থেকে বেশ দূরে রয়েছে।যেমন বর্তমানে অ্যাপলের সবচেয়ে কাছে থাকা কোম্পানি মাইক্রোসফটের বাজারমূল্য প্রায় ২ দশমিক ৬ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলার।

আর গুগলের মালিক অ্যালফাবেটের বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার। এর পেছনে রয়েছে বৈশ্বিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা।এর মধ্যে বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী জেফ বেজোসের আমাজন ও ১ নম্বর ধনী ইলন মাস্কের টেসলার বাজারমূল্য হচ্ছে যথাক্রমে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ( ১ লাখ ৭০ হাজার কোটি ) ও ইলন মাস্কের টেসলার ১ ট্রিলিয়ন ( এক লাখ কোটি ) ডলার।

এদিকে সোমবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে অ্যাপলের শেয়ারের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮১ ডলার ৭৫ সেন্ট। শেয়ারের দর ১৮২ ডলার ৮৫ সেন্টে উঠলেই নতুন রেকর্ড হয়ে যাবে, যা সময়ের ব্যাপারমাত্র। ২০১৮ সালের আগস্টে অ্যাপলের বাজারমূল্য এক ট্রিলিয়ন বা লাখ কোটি ডলারের উন্নীত হয়। এর এক বছরের মাথায় ২০২০ সালের আগস্টে কোম্পানিটির বাজারমূল্য দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার অতিক্রম করে।

প্রসঙ্গত, এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন হয়। চলতি বছরে অ্যাপলের শেয়ারের দাম ৩৫ শতাংশের বেশি বেড়েছে। কোম্পানিটির নতুন আইফোন ১৩ এবং অন্যান্য পুরনো মডেলসহ অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি প্লাস, আইক্লাউড এসব অ্যাপ স্টোরভিত্তিক পরিষেবার চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে শেয়ারদরে ইতিবাচক প্রভাব পড়ে বলে মনে করা হয়।

গত তৃতীয় প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে অ্যাপলের পণ্য ও সেবা বিক্রি প্রায় ৩০ শতাংশ বা ৮ হাজার ৩০০ কোটি ডলার বেড়েছে। এই ৩ মাসে মোট বিক্রি হয়েছে ১৯ হাজার ১০০ কোটি ডলার।

স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন ওজনিয়াক ১৯৭৬ সালের এপ্রিলে অ্যাপল ১ ব্যক্তিগত কম্পিউটার ( পিসি ) ডেভেলপ ও বিক্রির লক্ষ্যে অ্যাপল গঠন করেন। এরপর ১৯৭৭ সালের জানুয়ারিতে তাঁরা প্রতিষ্ঠানটির নাম দেন অ্যাপল কম্পিউটার।

আরো খবর

খাগড়াছড়িতে নারীরা উপহার পেল সেলাই মেশিন,তন্তু ও নতুন ঘর
খাগড়াছড়িতে নারীরা উপহার পেল সেলাই মেশিন,তন্তু ও নতুন ঘর
হাতিয়ায় গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন
হাতিয়ায় গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয়ের শুভ উদ্বোধন
ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ
ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ
শার্শায় শট সার্কিটে আগুনে পুড়ে ছাই হলো ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র
শার্শায় আগুনে পুড়ে ছাই হলো ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ কাগজপত্র
দুমকিতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও চেক বিতরণ
দুমকিতে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষণ ও চেক বিতরণ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর
পঙ্গু হাসপাতাল যশোরে চিকিৎসায় অবহেলা ও মেয়াদ উত্তীর্ণ সেলাইন বিক্রির অভিযোগ
পঙ্গু হাসপাতাল যশোরে চিকিৎসায় অবহেলা ও মেয়াদ উত্তীর্ণ সেলাইন বিক্রির অভিযোগ
খাগড়াছড়িতে ‘হেলথ অলিম্পিয়াড ’ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ‘হেলথ অলিম্পিয়াড ’অনুষ্ঠিত